ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে কোম্পানীগঞ্জ সমিতির বার্ষিক সভা

আনোয়ার হোসেন মামুন, কাতার থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
কাতারে কোম্পানীগঞ্জ সমিতির বার্ষিক সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাতার: কাতারে নোয়াখালী কোম্পানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২৫ ডিসেম্বর) কাতারের রাজধানী দোহা জেদিদ ঢাকা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।



এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী শরিয়ত উল্যাহ এবং পরিচালনা করেন বেলায়েত হোসেন আরজু।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হায়দার, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, কার্যকারী সদস্য গোলাম সারোয়ার মিশু, তাজুল ইসলাম, আবু মুনসুর আহমেদ, মো. শিমুল, মোস্তফা সেন্টু প্রমুখ।

বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়নের ৫ হাজার প্রবাসী কাতার রয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানো এই সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য।

পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে নতুন সম্ভাবনার ক্ষেত্র তৈরি করা, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কাতার প্রবাসী নোয়াখালী কোম্পানীগঞ্জের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন দেলোয়ার হোসেন সুমন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।