ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ফ্লোরিডায় ইয়ানের কবলে হাজারো প্রবাসী বাংলাদেশি

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
ফ্লোরিডায় ইয়ানের কবলে হাজারো প্রবাসী বাংলাদেশি

ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে হারিকেন ইয়ান। এতে হাজার হাজার প্রবাসী বাংলাদেশির গাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান পানিতে ডুবে গেছে।

ভয়াবহ এ হারিকেনে বিদ্যুতহীন হয়ে পড়েছেন প্রায় ২০ লাখ মানুষ। এদের মধ্যে প্রবাসী বাংলাদেশিরাও রয়েছেন।

ফোবানা চেয়ারম্যান আতিকুর রহমান জানান, আমরা হারিকেনের কবলে না পড়লেও ফোর্ট মায়ার্স ও সেন্ট পিটারসবার্গসহ বিস্তীর্ণ অঞ্চলের প্রবাসীরা গত ১২ ঘণ্টা ধরে হারিকেনের তাণ্ডবে কষ্টে রয়েছেন।

ফ্লোরিডা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট জহির জানান, আমাদের সহকর্মী আশরাফের হোটেলের প্রথম তলা পানিতে সয়লাব। পার্কিং লটে ৫০ থেকে ৬০টি গাড়ি পানিতে ভাসছে। এমন পরিস্থিতি আর কখনোই ঘটেনি। হারিকেনের তাণ্ডব চলেছে অনেকক্ষণ। ফলে সকলেই ভয়াবহ পরিস্থিতির মধ্যে ছিলেন বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত।

আক্রান্ত এলাকা বিদ্যুতহীন হয়ে পড়ায় কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করেন আতিকুর রহমান। তিনি জানান, পানি সরে না যাওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হবে না। তবে স্থানীয় প্রশাসন, দমকল বাহিনী ও বিদ্যুতকর্মীরা প্রস্তুত রয়েছেন।

ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস বড় ধরনের দুর্যোগ ঘোষণা অনুমোদনের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার হারিকেন ইয়ান ফ্লোরিডা উপকূলের কাছে চলে আসার পর একটি নৌকা ডুবে ২০ কিউবান অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছে। ঘূর্ণিঝড়টির কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো দাপ্তরিক তথ্য পাওয়া যায়নি।

গভর্নর ডেসান্টিস জানিয়েছেন, ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ এলাকাগুলোতে অজ্ঞাত সংখ্যক লোক আটকা পড়েছে। তাদের সাহায্য প্রয়োজন। তাদের উঁচু এলাকায় চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পরও তারা এলাকা ছাড়েননি। আর উদ্ধারকর্মীরাও তাৎক্ষণিকভাবে তাদের কাছে পৌঁছাতে পারেননি।

ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে ইয়ান সাগর থেকে ফ্লোরিডার কায়ো কোস্টা উপকূল দিয়ে স্থলভাগে উঠে আসে। এর আগে মঙ্গলবার ঘূর্ণিঝড়টি কিউবায় তাণ্ডব চালায়। এতে কিউবার বেশিরভাগ অঞ্চল কয়েক ঘণ্টার জন্য বিদ্যুতবিহীন হয়ে পড়েছিল।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।