বগুড়ার ধুনট উপজেলায় ঘরে ঢুকে স্কুলছাত্রীকে (১৫) শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় সাগর হোসেন (২২) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার সাগর ধুনটের ভান্ডারবাড়ী ইউনিয়নে যমুনা নদীর কৈয়াগাড়ি বাঁধে আশ্রিত আনোয়ার হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার কৈয়াগাড়ী বাঁধে আশ্রিত এক দিনমজুরের মেয়ে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। মেয়েটির মা-বাবা চিকিৎসার কাজে বগুড়া জেলা শহরে যাওয়ায় বড় ভাইয়ের সঙ্গে বাড়িতে অবস্থান করে। এ অবস্থায় ১৫ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে মেয়েটির ভাই বাড়ির অদূরে এক দোকানে চা পান করতে যান। এসময় মেয়েটি ঘরে একা থাকার সুযোগে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করেন সাগর। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছালে সাগর পালিয়ে যান।
এদিকে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ১৬ এপ্রিল সাগরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে বুধবার (১৬ এপ্রিল) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। সাগর দীর্ঘদিন মাদক নিরাময় কেন্দ্রে থাকার পর কয়েক দিন আগে বাড়িতে ফিরে এ ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা জানান।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠাটো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এসআরএস