ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বিভাগ ঘোষণার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৪, অক্টোবর ১০, ২০২৫
বিভাগ ঘোষণার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ বিক্ষোভ

দ্রুত স্বনামে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় কুমিল্লা নগরীর পূবালী চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

কর্মসূচিতে জেলার ১৭ উপজেলা থেকে কয়েক হাজার মানুষ অংশ নেন। এ সময় অনেকে হাতে ছিল ব্যানার ও ফেস্টুন।

বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু চৌধুরী। এ সময় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন উর রশিদ ইয়াছিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

আমিন উর রশিদ ইয়াছিন বলেন, কুমিল্লা বিভাগ করা এখন সময়ের দাবি। রেল যোগাযোগ, সড়ক যোগাযোগে কুমিল্লার অবস্থান দারুণ। প্রয়োজনে বিমানবন্দর চালু করে আকাশপথে যোগাযোগ চালু করাও সম্ভব। যতগুলো জেলা নিয়ে বিভাগ করার কথা, সবগুলো জেলার মধ্যে কুমিল্লা বেস্ট। সুতরাং কুমিল্লাকে বিভাগ করতে হবে। অন্যান্য যারা নিজেদের জেলাকে বিভাগ দাবি করছেন, তারা নিজেরাও জানেন তাদের জেলা বিভাগ হবে না।

বিক্ষোভ কর্মসূচি শেষে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।