বাগেরহাটের মোংলায় বিক্রির জন্য রাখা ৩১ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে মোংলা উপজেলার জয়মনিরঘোল সাইলো জেটি সংলগ্ন এলাকা থেকে এই মাংস জব্দ করা হয়।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে জয়মনিরঘোল সাইলো জেটি সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বস্তা থেকে একটি মাথা ও চারটি পাসহ ৩১ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চাঁদপাই রেঞ্জ ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
এসআরএস