ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

নেপালে বেড়েছে বাংলাদেশি আলুর চাহিদা, একদিনে রপ্তানি ১৫৭৫ টন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৮, অক্টোবর ১৭, ২০২৫
নেপালে বেড়েছে বাংলাদেশি আলুর চাহিদা, একদিনে রপ্তানি ১৫৭৫ টন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৭৫ ট্রাক আলু রপ্তানি করা হয়

পঞ্চগড়: নেপালে বেড়েছে বাংলাদেশি আলুর চাহিদা। চাহিদা অনুযায়ী একদিনেই পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রপ্তানি হয়েছে এক হাজার ৫৭৫ মেট্রিক টন বাংলাদেশি আলু।

 

জানা গেছে, ৭৫ ট্রাকে রপ্তানি করা চালানে এস্টারিক্স জাতের আলুসহ তিন/চার জাতের আলু ছিল।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনভর চলতি মৌসুমে একদিনেই সর্বোচ্চ আলু রপ্তানি হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জিল্লুর রহমান।

এর আগে গত বুধবার (১৫ অক্টোবর) ৮৮২ মেট্রিক টন আলু রপ্তানি হয়। এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাসের গত বৃহস্পতিবার পর্যন্ত ৩৩ হাজার ৭৪৭ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, আলুগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাই করে নেপালে রপ্তানি করে বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান। নেপালে বাংলাদেশি আলুর চাহিদা অনেক বেশি থাকায় দিন দিন এর রপ্তানির পরিমাণ বাড়ছে। এ মৌসুমে আজ নেপালে সর্বোচ্চ আলু রপ্তানি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনভর চলতি মৌসুমে একদিনেই সর্বোচ্চ আলু রপ্তানি হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপ পরিচালক নুর হাসান।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।