ঢাকা, বুধবার, ৯ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

ঢাকায় শিক্ষার্থী পারভেজ হত্যার আসামি কুমিল্লায় গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
ঢাকায় শিক্ষার্থী পারভেজ হত্যার আসামি কুমিল্লায় গ্রেপ্তার গ্রেপ্তার হৃদয় মিয়াজী

কুমিল্লা: রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারনামীয় আসামি হৃদয় মিয়াজীকে (২৩) গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ। এনিয়ে চারজন গ্রেপ্তার হলেন।

সোমবার (২১ এপ্রিল) রাত আড়াইটার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার মনাইরকান্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারের পর হৃদয়কে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর সিপিসি-২ কুমিল্লার কাছে মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে হস্তান্তর করা হয়। পারভেজ হত্যা মামলার ৫ নম্বর আসামি তিনি।  

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্যাহ এতথ্য নিশ্চিত করে জানান, র‌্যাব-১১ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাতে মুরাদনগরের বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রাম থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। হৃদয় উপজেলার দুর্লব্দী গ্রামের মাহবুব আলমের ছেলে। ঘটনার পর তিনি এলাকায় এসে নিজ বাড়িতে না থেকে মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন।

গুঞ্জন রয়েছে গ্রেপ্তার হৃদয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানার কমিটির যুগ্ম সদস্য সচিব।

উল্লেখ্য, গত শনিবার (১৯ এপ্রিল) প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাধান করলে পারভেজ ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় ৩০-৪০ জন হামলা চালায়। সেসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে রোববার (২০ এপ্রিল) বনানী থানায় আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

এ মামলায় আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯) নামে তিনজনকে গ্রেপ্তার করে সাতদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এরা তিনজন বনানী বিদ্যানিকেতনের সাবেক শিক্ষার্থী বলে জানা গেছে।

** বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা
** বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যায় গ্রেপ্তার ৩
** বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যায় তিন আসামি সাতদিনের রিমান্ডে


বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।