সাতক্ষীরা: চলতি মৌসুমেও মাথাচাড়া দিয়ে উঠেছেন অসাধু আম ব্যবসায়ীরা। এরই মধ্যে চক্রটি অপরিপক্ক গোবিন্দভোগ আম কেমিক্যাল দিয়ে পাকিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাতে শুরু করেছেন।
এরই অংশ হিসেবে যাত্রীবাহী বাসে ‘রিজার্ভ’ লিখে কেমিক্যাল মেশানো আমের চালান ঢাকায় পাঠাচ্ছেন তারা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া বাসস্ট্যান্ড থেকে এমনই একটি আমের চালান জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনি রয়েল পরিবহনের একটি দূরপাল্লার বাস জব্দ করেন। বাসটির সামনে ‘রিজার্ভ’ লেখা ছিল। অথচ একজন যাত্রীও ছিলে না ওই বাসে। যাত্রীর পরিবর্তে ওই পরিবহনে সাজানো ছিল ১৪১ ক্যারেট কেমিক্যাল মেশানো আম। আমগুলো ঢাকায় পাঠাতে এ অভিনব কৌশল অবলম্বন করা হয়।
এ সময় কেমিক্যাল মেশানো আমগুলোর পাশাপাশি রয়েল পরিবহনের বাসটিও জব্দ করেন ইউএনও আসাদুজ্জামান।
অভিযানকালে দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, আইসিটি অফিসার ইমরান হোসেন, দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রিন্স ও রিয়াজুলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও মো. আসাদুজ্জামান জানান, জব্দ করা আমগুলো নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিগত কয়েক বছর ধরে সাতক্ষীরার দেবহাটা, কালীগঞ্জসহ আশপাশের উপজেলায় অসাধু আম ব্যবসায়ী ও ট্রান্সপোর্ট মালিকদের সমন্বয়ে গড়ে ওঠা সিন্ডিকেট সাতক্ষীরা থেকে অপরিপক্ক কেমিক্যাল মেশানো আমের চালান ঢাকায় সরবরাহ করে আসছে। এতে করে সারাদেশের ভোক্তাদের কাছে সাতক্ষীরার আমের সুনাম ও কদর দুটিই দিনদিন হ্রাস পাচ্ছে। অপরদিকে ভোক্তাদের প্রতারিত করে কেমিক্যাল মেশানো অপরিপক্ক আম চড়া দামে বিক্রি করে কোটিপতি বনে যাচ্ছে অসাধু আম ব্যবসায়ী ও ট্রান্সপোর্ট মালিকদের সিন্ডিকেট।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
এসআই