সাতক্ষীরা: প্রায় দুই দশক পরে বাংলাদেশ টেলিভিশনে আবারও ফিরছে শিশু-কিশোরদের নিয়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুঁড়ি।
এ উপলক্ষ্যে সোমবার (২৫ আগস্ট) সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে নতুন কুঁড়ি-২০২৫ এর প্রচারণা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলামের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণু পদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মাওলানা আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দীন, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আক্তারুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়েতের নায়েবে আমির ফকরুল হাসান লাভলু, সঙ্গীত শিল্পী আবু আফ্ফান রোজ বাবু, সংস্কৃতি সংগঠক হেনরি সরদার, কবি মনিরুজ্জামান ছট্টু, দীপালোক একাডেমির পরিচালক বরুণ ব্যানার্জী, সংস্কৃতি সংগঠক পল্টু বাসার, সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোমিনুল ইসলাম, আলিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান, জুবলী সর
নতুন কুঁড়ি'র ইতিহাস
১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে প্রথম প্রচারিত হয় ‘নতুন কুঁড়ি’। অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল কবি গোলাম মোস্তফার ‘কিশোর’ কবিতা থেকে। যার প্রথম ১৫ লাইন অনুষ্ঠানের সূচনা সংগীত হিসেবে ব্যবহৃত হতো।
১৯৭১ এর স্বাধীনতার পর ১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় আবার শুরু হয় ‘নতুন কুঁড়ি’। সে সময় বিটিভির অন্যতম আলোচিত এই অনুষ্ঠান হয়ে ওঠে শিশু-কিশোরদের স্বপ্নের মঞ্চ। নানা প্রান্ত থেকে উঠে আসা তরুণেরা গান, নাচ, অভিনয়, আবৃত্তি, গল্পবলা, কৌতুকসহ বিভিন্ন শাখায় নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পান। ২০০৫ সাল পর্যন্ত চলে এ অনুষ্ঠান। পরে নানা কারণে অনুষ্ঠানটি বন্ধ করে দেয় বিটিভি। ২০২০ সালে অনুষ্ঠানটি আবার শুরু করার জন্য আবেদন পত্র সংগ্রহ ও বাছাই পর্বের তারিখও ঘোষণা করা হয়। কিন্তু কোভিড মহামারির কারণে সেটা আর সম্ভব হয়নি।
নতুন কুঁড়ির তারকা
তিন দশকে নতুন অনেক তারকার জন্ম দিয়েছে নতুন কুঁড়ি। অনেকে চলচ্চিত্র, টেলিভিশন, নাট্যাঙ্গন ও সংগীতজগতে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন। তাদের মধ্যে আছেন তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেকে। এ তালিকায় আছেন সামিনা চৌধুরীসহ অনেক জনপ্রিয় সংগীতশিল্পীও।
নতুন কুঁড়ি-২০২৫ এর আবেদন
গত ১৫ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে এই প্রতিযোগিতার, চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত। সারা দেশকে মোট ১৯টি অঞ্চলে ভাগ করে প্রাথমিক বাছাই হবে। প্রতিটি অঞ্চলের শিল্পকলা একাডেমি ভবন প্রাথমিক বাছাইয়ের ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে।
নতুন কুঁড়ি প্রতিযোগিতার ধরন
এবারের নতুন কুঁড়ি প্রতিযোগিতায় মূল তিনটি বিষয়সহ মোট নয়টি বিষয় থাকবে। এগুলো হলো অভিনয়, আবৃত্তি, গল্প বলা বা কৌতুক, সাধারণ নৃত্য বা উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান বা আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত এবং হামদ-নাত। বয়সসীমার শাখা: ‘ক’ শাখা (৬–১১ বছর) এবং ‘খ’ শাখা (১১–১৫ বছর)। বিভাগীয় বাছাই শেষে চূড়ান্ত বাছাই ও ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে ঢাকায়। ফাইনাল প্রতিযোগিতা হবে ২ থেকে ৬ নভেম্বরের মধ্যে।
এমআরএম