পাথরঘাটা (বরগুনা): এমনিতেই ইলিশের আকাল। তার ওপরে বঙ্গোপসাগরে চলছে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা।
শুক্রবার (২৫ এপ্রিল) ভোরে বঙ্গোপসাগর সংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় ২ কেজি ৪৪০ গ্রাম ওজনের রাজা ইলিশটি ধরা পড়ে জেলেদের জালে। পরে সকালে জেলার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি বিক্রি করা হয়।
জানা গেছে, পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার মোস্তফা আলমের মালিকানাধীন ফিশিং অ্যান্ড মার্চেন্ট আড়তে সকালে মাছটি বিক্রি করতে নিয়ে আসেন এক জেলে। এসময় উন্মুক্ত ডাকের মাধ্যমে ২ লাখ ২০ হাজার টাকা মণ দরে ১৩ হাজার ৭৫০ টাকায় মাছটি কিনে নেন মৎস্য পাইকারি হানিফ মিয়া।
এ বিষয়ে মৎস্য পাইকার হানিফ মিয়া বলেন, বলেশ্বর নদীর মাছ অন্যান্য নদীর মাছের চেয়ে খেতে স্বাদ বেশি। সর্বোচ্চ ডাকে কেনা রাজা ইলিশটি বিক্রির জন্য ঢাকা পাঠিয়ে দেওয়া হবে।
সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩ এর বিধি ৩ এর উপবিধি (১) এর দফা (ক) তে প্রদত্ত ক্ষমতাবলে, সরকার, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতিবছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সব প্রকার মৎস্য নৌযান কর্তৃক যেকোনো প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
এসআরএস