ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৬ এপ্রিল ২০২৫, ২৭ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

চলন্ত উপকূল এক্সপ্রেসে দুর্বৃত্তের ঢিল, ভাঙল জানালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
চলন্ত উপকূল এক্সপ্রেসে দুর্বৃত্তের ঢিল, ভাঙল জানালা ক্ষতিগ্রস্ত জানালা।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত উপকূল এক্সপ্রেসে একটি বগির জানালায় ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে কোনো যাত্রী আহত না হলেও ‘গ’ নম্বর বগির একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সোয়া নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ঢোকার আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।  

ট্রেনের স্টুয়ার্ড ম্যানেজার বুলবুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে থাকাকালে বাইরে থেকে কে বা কারা ঢিল ছুড়ে মারে। জানালার কাচ ডাবল থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।