ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, এপ্রিল ২৮, ২০২৫
কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেপ্তার ফাহিম

কুমিল্লা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকায় শিক্ষার্থীদের ওপর গুলির ঘটনায় অভিযুক্ত ফাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (২৮ এপ্রিল) কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফাহিম কুমিল্লা আদর্শ সদরের দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৩ আগস্ট নগরীর পুলিশ লাইন এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি চালান ফাহিম। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুর্গাপুর এলাকায় ফাহিমকে তার ফুফুর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় পাঁচটি মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে। আদালতের মাধ্যমে ফাহিমকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।  

আরএ     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ