ঢাকা, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

যশোরে অস্ত্র ও গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, অক্টোবর ১৪, ২০২৫
যশোরে অস্ত্র ও গুলি উদ্ধার যশোরে যৌথবাহিনী অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করে

যশোর: যৌথ বাহিনীর বিশেষ অভিযানে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রাম থেকে দুটি দিশে অস্ত্র এবং দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ২টার দিকে অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সানজিদ আহম্মেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলে ভোর সাড়ে ৬টা পর্যন্ত।  

অভিযানকালে মাগুরা গ্রামের আজহারুলের বাড়ির পাশের খড়ির (লাকড়ি) স্তুপ থেকে দুটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়। এসময় কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী।  

ক্যাপ্টেন সানজিদ আহাম্মেদ জানান, উদ্ধার অস্ত্র অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।  

অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে-বলেন তিনি।  

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার অস্ত্র ও গুলি থানায় জব্দ রাখা হয়েছে। ঘটনাটি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।