ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

রাজবাড়ীতে প্রবাসীকে খুনের মামলায় আরও ২ আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, মে ২, ২০২৫
রাজবাড়ীতে প্রবাসীকে খুনের মামলায় আরও ২ আসামি গ্রেপ্তার প্রতীকী ছবি

রাজবাড়ীতে প্রবাসী আল-আমিন (২৮) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

শুক্রবার (২ মে) সকালে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

 
গ্রেপ্তার দুজন হলেন- পাবনা জেলার আমিনপুর থানার কোমরপুর গ্রামের মৃত আলো মৃধার ছেলে মো. আব্দুস সালাম ঠান্ডু (৩৫) ও একই থানার চক আব্দুস শুকুর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে জুয়েল রানা (৪০)।  

নিহত আল-আমিন পাবনার আমিনপুর থানার সিদ্দিকনগর রামনারায়ণপুর গ্রামের আবু বক্কর মণ্ডলের ছেলে। সাত বছর মালয়েশিয়ায় থাকার পর চার মাস দেশের বাড়িতে এসে খুন হন তিনি।  

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল সকাল ১০টার দিকে আল-আমিন তার কয়েকজন আত্মীয়ের সঙ্গে ঢালার চরে খৈয়মের বাড়িতে বিয়ের জন্য পাত্রী দেখতে যান। পাত্রী দেখা শেষে ফেরার পথে দুপুর দেড়টার দিকে আল-আমিনকে তার ফুফাতো বোনের স্বামী মেঘা সরদার মোটরসাইকেলে করে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রাখালগাছি বাজারে নিয়ে যান। এ সময় পাবনার আমিনপুর থানার কোমরপুর গ্রামের আব্দুস সালাম ঠান্ডু ও চক আব্দুস শুকুর গ্রামের জুয়েল রানাসহ কয়েকজন চারটি মোটরসাইকেলে করে রাখালগাছি বাজারে আসেন। কিছু বুঝে ওঠার আগেই তারা আল-আমিনকে মারধর ও ছুরিকাঘাত করার পর যমুনা নদীতে ফেলে দেন। পরদিন ২৬ এপ্রিল নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।  

এ ঘটনায় আল-আমিনের মামা লিটন কাজী বাদী হয়ে ওইদিনই গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। একইদিন রাত সাড়ে ১১টার দিকে মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি মেঘা সরদারকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

রাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার জানান, আসামিরা আল-আমিনকে গুরুতর আঘাত করার পর ঘাড় মটকিয়ে নদীতে ফেলে দিয়ে হত্যা করে। গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১২ এর সহযোগিতায় বৃহস্পতিবার (১ মে) পাবনার ঈশ্বরদী থানা ও সাথিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি ঠান্ডু ও রানাকে গ্রেপ্তার করে র‌্যাব-১০ এর একটি দল। গ্রেপ্তার দুজনকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।