সিলেট: পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখা। পরে দলটি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।
রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টায় সিলেটের কেন্দ্রীয় শহিদমিনারে সমাবেশ করে জামায়াত। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দলটির নেতারা স্মারকলিপি প্রদান করেন।
সমাবেশে বক্তারা বলেন, আমরা সবসময় এ সরকারকে সমর্থন দিয়ে এসেছি। তাদের সিদ্ধান্তও মেনে নিয়েছি। তবে কিছু সংস্কারের দাবি জানানো হলেও তা বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। সরকারের এসব কার্যক্রমের মাধ্যমে একটি বিশেষ দল বা গোষ্ঠীকে সুবিধা দেওয়া হচ্ছে।
বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন। প্রয়োজনে গাবতলী থেকে যাত্রবাড়ী পর্যন্ত মানবপ্রাচীর করে ঢাকা অচলের হুমকি দেন বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগরের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম ও জেলার সেক্রেটারি জয়নাল আবেদীন।
এনইউ/জেএইচ