ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ও জেঠাতো ভাই।
শুক্রবার (২ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চন্ডিপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে মো. ইয়াছিন (৭) ও একই গ্রামের বাসিন্দা নেজাম উদ্দিনের ছেলে নাফিস (৯)।
শিশুদের জেঠা জামাল উদ্দিন জানান, জুমার নামাজের আগে পরিবারের সদস্যরা বাড়ির পুকুরে গোসল করছিলেন। নামাজ শেষে ইয়াছিন ও নাফিসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে ওই দুই শিশুকে নিথরাবস্থায় ভাসমান উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে দুজনকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এসআরএস