ঝালকাঠির নলছিটিতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত একটি যাত্রীবাহী অটোরিকশাকে পেছন থেকে মাহিন্দ্রের (থ্রি-হুইলার) ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
শনিবার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বাকেরগঞ্জ উপজেলার চামটা কৃষ্ণনগর এলাকার হাসেম হাওলাদার (৭০) ও ফলাঘর এলাকার মোহাম্মদ শামীম (৫০)।
জানা গেছে, ঘটনাস্থলে থামানো একটি অটোরিকশাকে পটুয়াখালী থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী মাহিন্দ্র পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় আরেকজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মাহিন্দ্রটির সব যাত্রীও আহত হয়েছেন। ঘটনার পরপরই মাহিন্দ্রা চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে মাহিন্দ্রটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
এসআরএস