শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. নুরুল হক মিয়া সভাপতি ও বিএম মকবুল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩ মে) শরীয়তপুর সদর মডেল মসজিদের হলরুমে আয়োজিত সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব এমএ রশিদ।
ঘোষিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি সরোয়ার হোসেন সবুজ, আ. জব্বার রাড়ী, মো. আজিজুল হক, আবু ছিদ্দিক মিয়া, মিজানুর রহমন, সহ-সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, জসিম উদ্দিন সাগর, ছাব্বির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আ. কুদ্দুস বেপারী, অর্থ সম্পাদক আলতাফ হোসেন, ধর্ম সম্পাদক জসিম উদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক সি এম জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক ফাইজুল সরদার, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাহাবুব আলম আক্তার।
কার্যনির্বাহী সদস্যরা হলেন— সাগির হোসেন ভূইয়া, মফিদুল ইসলাম পাহাড়, শাহজাহান মাদবর, সাকিল বালা, রাজন মুন্সী, ইয়াসিন মল্লিক টিটু, ফারুক হোসেন, সাখাওয়াত হোসেন, মো. মনির হোসেন, আমজাদ হোসেন বেপারী, মো. নাছির উদ্দিন, হারুন অর রশিদ, কামাল হোসেন মামুন তালুকদার, আ. বাতেন সালাম।
সম্মেলন শেষে কেন্দ্রীয় মহাসচিব এমএ রশিদ জেলা ও উপজেলার নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করান।
এসআরএস