ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বগুড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৩, মে ৪, ২০২৫
বগুড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু ফাইল ফটো

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার (০৪ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দেবডাঙ্গা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মেঘাই এলাকার কার্তিক হালদারের দুই ছেলে- মনমথ হালদার (৪৫) ও সবুজ হালদার (৩৮)।  

এতথ্য নিশ্চিত করে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, বিকেলে দুই ভাই নৌকায় করে যমুনা নদীতে মাছ ধরতে যান।  

এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।