গাইবান্ধা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফাকে দেশের জনগণের মুক্তির সনদ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া মণ্ডল।
রোববার (১২ অক্টোবর) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পৌর শাখায় লিফলেট বিতরণের সময় তিনি এ কথা বলেন।
প্রফেসর ড. কিবরিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা আগামীতে দেশের মুক্তির সনদে পরিণত হবে। এই ৩১ দফার আলোকে বিএনপি দেশ পরিচালনা করবে। এটি হচ্ছে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের দিকনির্দেশনা।
এসময় উপস্থিত ছিলেন- গোবিন্দগঞ্জ উপজেলা সমবায় দলের সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, গোবিন্দগঞ্জ পৌর শাখা সমবায় দলের সভাপতি রেজভী পাটান, গোবিন্দগঞ্জ উপজেলা জাসাসের সদস্য রাজিব সরকার, শাখাহার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আউয়াল ও বাশার, শাখাহার ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য আমিনুল, শাখাহার ইউনিয়ন যুবদলের নেতা তৌহিদ, হযরত আলী প্রমুখ।
আরএ