ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

সারাদেশ

গাইবান্ধায় সাবেক পিপি ও আ.লীগ নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, মে ৯, ২০২৫
গাইবান্ধায় সাবেক পিপি ও আ.লীগ নেতা কারাগারে ফারুক আহমেদ প্রিন্স

গাইবান্ধা: গাইবান্ধা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক পিপি ফারুক আহমেদ প্রিন্সকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (৯ মে) দুপুরে তাকে গাইবান্ধার আমলী আদালতে হাজির করে পুলিশ।

শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, একইদিন মধ্যরাতে জেলা শহরের গোডাউন রোড এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

গ্রেপ্তার ফারুক আহমেদ প্রিন্স (৬০) গাইবান্ধা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। তিনি জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, গত বছরের ২৬ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।