ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মেহেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, অক্টোবর ১৪, ২০২৫
মেহেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর: পুকুরে ডুবে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে ইয়ানুর নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে চরগোয়াল গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে বামন্দী পুলিশ ক্যাম্পপাড়ার মতি হাজীর পুকুরের পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায় ইয়ানুর।  

স্থানীয়রা জানান, চরগোয়াল গ্রামের ভ্যানচালক জিয়ারুল ইসলাম বামন্দী পুলিশ ক্যাম্পপাড়ায় একটি বাড়িতে ভাড়া থাকেন। তার শিশুপুত্র ইয়ানুর ঘটনার সময় খেলতে বের হয়েছিল। একপর্যায়ে ব্যবসায়ী হাজি মতিউরের পুকুরে পড়ে যায়।
 
পরে পুকুরে তার ভাসমান লাশ দেখে স্থানীয়রা উদ্ধার করেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।