ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মাগুরা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

ডিস্ট্রিক্ট করেসপপ্যান্টান্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৫, অক্টোবর ১৪, ২০২৫
মাগুরা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

মাগুরা: জেলা প্রশাসনের উদ্যোগে মাগুরা শহরের ভাইনায় ঢাকা রোড থেকে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সড়কের সরকারি হাসপাতাল ও খাদ্য গুদামের সামনের অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

 

জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। উচ্ছেদ অবৈধ স্থাপনার মধ্যে রয়েছে চায়ের দোকান, ফলের দোকানসহ বিভিন্ন ভাসমান খাদ্যপণের দোকান।  

গুরুত্বপূর্ণ এসব এলাকায় যানজট নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ এড়াতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।  

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল নবীর জোহা বলেন, মাগুরা শহরের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা তৈরি হয়েছে অভিযোগ পেলে তা উচ্ছেদ করা হবে।  

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।