ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বরিশালে আ. লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, মে ৯, ২০২৫
বরিশালে আ. লীগ নেতা গ্রেপ্তার

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নলচিড়া ইউনিয়নের কালনা গ্রামের বাসিন্দা মাসুম মল্লিক খোকনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৯ মে) দুপুরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার ভাইয়ের ছেলে মো. লাদেন মল্লিক অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়ার নির্দেশে কোনো ধরনের মামলা না থাকার পরেও পুলিশ তাদের নিজ বাড়ি থেকে মাসুম মল্লিক খোকনকে গ্রেপ্তার করেছে।

এ সময় থানা পুলিশ জানায়, মামলা না থাকালেও দলীয় পদবি থাকার কারণে তাকে (খোকন মল্লিক) গ্রেপ্তার করা হয়েছে। লাদেন মল্লিক বলেন, কোনো ধরনের মামলা না থাকা সত্ত্বেও শুধুমাত্র হয়রানির উদ্দেশে থানায় দায়ের করা আগের একাধিক মামলায় আমার চাচা খোকন মল্লিককে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, গত ৫ আগস্টের পর মাসুম মল্লিক খোকন ওরফে খোকন মল্লিক আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার (৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে কালনা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

ওসি আরও জানান, বিগত সরকারের সময়ে তার (খোকন মল্লিক) বিরুদ্ধে এলাকায় ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ওই সময় তার ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়নি।

এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।