ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

সারাদেশ

মোটরসাইকেলের বেপরোয়া গতিতে প্রাণ গেল তরুণের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৫, মে ১০, ২০২৫
মোটরসাইকেলের বেপরোয়া গতিতে প্রাণ গেল তরুণের রিপন মিয়া

হবিগঞ্জ: বেপরোয়া গতিতে মোটরসাইকেলে চালিয়ে ভিডিও ধারণ করার সময় ছিটকে পড়ে রিপন মিয়া (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুরে এ ঘটনা ঘটে।

নিহত রিপন জেলার লাখাই উপজেলার ভাদিকাড়া গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেলআরোহী অপর কিশোর সজিব মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার টিএসআই হাসান আলী বলেন, রিপন ও সজিব হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের নিজামপুর এলাকায় দ্রুতগতিতে বাইক চালিয়ে ভিডিও ধারণ করছিল। রিপন ঘণ্টায় আনুমানিক ১শ কিলোমিটার গতিতে বাইকটি চালায়; সজিব তখন পেছনে বসে ভিডিও করছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে তারা বাইক থেকে ছিটকে পড়ে। এসময় রিপনের ঘাড় ভেঙে যায় ও সজিব মাথায় আঘাতপ্রাপ্ত হয়।

পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত দুজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।  সেখানে দায়িত্বরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করে সজিবকে ঢাকায় প্রেরণ করেছেন।

লাখাই উপজেলার বামৈ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুখ বাংলানিউজকে বলেন, রিপন কালাউক ইসলামিয়া মাদরাসায় পঞ্চম শ্রেণিতে উঠে পড়াশোনা ছেড়ে দেয়। সম্প্রতি সে পাঁচ লাখ টাকায় একটি মোটরবাইক ক্রয় করে দিতে পরিবারকে বাধ্য করে। সেই বাইক নিয়ে সন্ধ্যায় ঘুরতে বের হয়ে রাতে মরদেহ বাড়ি ফিরল। এতে পরিবারের সদস্যরা শোকে হতবিহ্বল হয়ে পড়েছেন।

তিনি আরও জানান, আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সজিবের বাবার সাথে তার কথা হয়েছে। তার অবস্থাও সংকটাপন্ন। সজিব লাখাই উপজেলার বামৈ গ্রামের হাবিবুর রহমানের ছেলে সে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।