ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ছাত্রলীগকর্মীকে কুপিয়ে জখম করল হেলমেট পরা দুর্বৃত্তরা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৩, সেপ্টেম্বর ১০, ২০২৫
ছাত্রলীগকর্মীকে কুপিয়ে জখম করল হেলমেট পরা দুর্বৃত্তরা রাহাত হোসেন।

সিলেট: সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে হাত ও পায়ের রগ কর্তন করা হয়েছে।  গুরুতর আহত নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী রাহাত হোসেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত রাহাত হোসেন সিলেট নগরের বনকলাপাড়া এলাকার বাসিন্দা।  

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়ামের পাশে এ ঘটনা ঘটে।

এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘অজ্ঞাত দুর্বৃত্তরা রাহাত হোসেনকে কুপিয়ে জখম করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ’ 

আহত রাহাতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার রাতে বন্ধুদের সঙ্গে লাক্কাতুরা স্টেডিয়ামের পাশে আড্ডা দিচ্ছিলেন রাহাত। ওই সময় হেলমেটধারী কয়েকজন যুবক রাহাতের হাত-পায়ে কোপাতে থাকেন। রাহাত মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে জরুরি ভিত্তিতে তার দেহে অস্ত্রোপচার হয়।  

হামলাকারী কে বা কারা তা খুঁজে বের করতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে ওসি সৈয়দ আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, বুধবার সন্ধ্যা পর্যন্ত ভুক্তভোগীর তরফ থেকে এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।

এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।