ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ভারত-পাকিস্তান সংঘাত: ফেনী সীমান্তে বিজিবির টহল জোরদার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৮, মে ১০, ২০২৫
ভারত-পাকিস্তান সংঘাত: ফেনী সীমান্তে বিজিবির টহল জোরদার সীমান্তে বিজিবির টহল।

ফেনী: ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত ঘিরে ফেনী জেলার ১২৬ কিলোমিটার সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছিল। তবে বিজিবির টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে সীমান্তবাসী এলাকার বাসিন্দাদের মধ্যে।

সরেজমিনে ঘুরে জেলার সীমান্তবর্তী উপজেলার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ভারত-পাকিস্তানের মধ্যে বিরোধ থাকলেও ফেনী সীমান্ত এখনও স্বাভাবিক। তবে ভারত অংশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আগে লাল হ্যালোজেন লাইট ব্যবহার করলেও এখন তারা উজ্জ্বল এলইডি লাইট ও ক্যামেরা এবং সেন্সর প্রতিস্থাপন করছে। এখানে এখনো কোনো পুশ ইনের ঘটনা ঘটেনি। যদি বিএসএফ কোনো রকম তৎপরতা দেখায় তাহলে স্থানীয় জনতা, আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবিকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতিতে সীমান্ত এলাকার সুরক্ষা ও জনগণের নিরাপত্তা বিধানে বিজিবি, পুলিশ ও জেলার সীমান্তবর্তী এ তিনটি উপজেলা প্রশাসনের সমন্বয় অব্যাহত রেখে আনসার সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা রাতে এখানকার সীমান্ত পাহারা দিচ্ছেন। সীমান্ত পথে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিজিবির টহল জোরদার করা হয়েছে। একইসঙ্গে আনসার ভিডিপি ও এলাকাবাসীও সজাগ রয়েছেন।  

ফেনী ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক (পরিচালক) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বর্তমান প্রেক্ষাপট ও সীমান্তে নানা পরিস্থিতিতে ফেনী সীমান্ত সুরক্ষা ও স্থানীয় জনগণের নিরাপত্তা বিধানে বিজিবি কাজ করছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ কার্যক্রম গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।  

তিনি আরও জানান, সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বদা সজাগ-সতর্ক থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে হুঁশিয়ারি জারি করা হয়েছে। এ ছাড়া অধিকতর টহল তৎপরতার জন্য সীমান্তে জনবল বাড়ানোর পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা কাজ করছেন।

উল্লেখ্য, ফেনী সীমান্ত এলাকা মোট ১২৫.১৯ কিলোমিটার। এর মধ্যে ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম ও ফেনী সদর উপজেলার ধর্মপুর, শর্শদি ও কাজিরবাগ ইউনিয়ন রয়েছে। এখানে ১০২.৯ কিলোমিটার এলাকা দেখে ফেনীস্থ ৪ বিজিবি আর ফুলগাজী ও ফেনী সদরের ২৩.১০ কিলোমিটার এলাকা দেখভাল করে কুমিল্লার ১০ বিজিবি।

এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।