ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

সারাদেশ

মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, আগস্ট ১৮, ২০২৫
মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

মাগুরা: ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যে মৎস্য চাষ সম্প্রসারণ, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।  

সোমবার (১৮ আগস্ট) শালিখা উপজেলা প্রশাসন নানা কর্মসূচির মাধ্যমে মৎস্য সপ্তাহ উদযাপন করে।

কর্মসূচির অংশ হিসেবে প্রথমে র‍্যালি, পরে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বনি আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হায়াত, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান মিল্টন এবং আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আল আমিন হাসান।

এছাড়া, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন অঞ্চল থেকে আসা মৎস্য চাষি এবং ব্যবসায়ীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মৎস্য চাষ করে একদিকে যেমন স্বাবলম্বী হওয়া যায়, অপরদিকে প্রাণিজ আমিষের চাহিদা পূরণেও পরিপূরক ভূমিকা রাখা যায়। তাই মৎস্য চাষ করে দেশ ও দশের কল্যাণে অংশ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে কার্ব জাতীয় মাছ চাষে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের আতাউর রহমান ও কার্ব নার্সারিতে মাছ উৎপাদনে একই গ্রামের আনসার আলী বিশ্বাস, দেশি প্রজাতির মাছ চাষে সফল শালিখা ইউনিয়নের শরুশুনা গ্রামের শামীম হোসেনকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।