ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

সারাদেশ

কুয়াকাটা সমুদ্র সৈকতে নেমে পর্যটকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, মে ১০, ২০২৫
কুয়াকাটা সমুদ্র সৈকতে নেমে পর্যটকের মৃত্যু রাজেশ কুমার পাল।

পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে রাজেশ কুমার পাল (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ মে) সকালে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে স্বজনদের সঙ্গে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ডুবে যান তিনি।

এ সময় সঙ্গে থাকা বোন জামাই কমল কুমার পাল ডাকাডাকি করলে ট্যুরিস্ট পুলিশ এসে তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাজেশ কুমার পাল রাজশাহীর পুটিয়া থানার নামাজ গ্রামের বাসিন্দা শরৎ কুমার পালের ছেলে।

কমল কুমার পাল জানান, গত শুক্রবার (৯ মে) রাতে রাজশাহী থেকে কুয়াকাটা এসে তারা আবাসিক হোটেল সাগর নীড়ে ওঠেন। সকালে সৈকতে গোসল করতে নামেন তারা। এ সময় নিহত রাজেশ কুমার পাল সমুদ্রের গভীরে চলে গেলে তিনি ডাকাডাকি ‍শুরু করেন। পরে ট্যুরিস্ট পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উপ-পরিদর্শক (এসআই) মো. সবুর মিয়া বলেন, সৈকতের জিরো পয়েন্ট থেকে পশ্চিম পাশে পর্যটকদের ডাকাডাকি শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। সেখান গিয়ে পর্যটককে উদ্ধার করে তুলাতলী হাসপাতালে নিয়ে আসি। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।  

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রাজেশ কুমার পাল নামে এক পর্যটকের মরদেহ হস্তান্তর করেছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।