ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

খুলনায় মহিলা লীগ নেত্রী লিভানা গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৯, মে ১১, ২০২৫
খুলনায় মহিলা লীগ নেত্রী লিভানা গ্রেপ্তার

খুলনা মহানগর মহিলা লীগের সহ-সভাপতি লিভানা পারভীনকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১১ মে) দুপুরে মহানগরের পূর্ব বানিয়াখামার বিকে মেইন রোডস্থ মক্কা টাওয়ারের সামনে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

লিভানা পারভীন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তিনি নিয়ম ভেঙে স্বামীসহ একাধিক স্বজনের নামে ওএমএস ও টিসিবির ডিলারশিপ নিয়েছিলেন।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, গতবছর ১৬ জানুয়ারি নগরের রয়েল মোড়ে ‘ফ্যাশন জোন বাই লিন্ডা’ নামের দোকানে চাঁদার দাবিতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এই মামলায় লিভানা পারভীনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।