ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, মে ১৩, ২০২৫
আম কুড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু 

কুমিল্লায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শরিফ হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৩ মে) বেলা পৌনে ১১টার দিকে সদর দক্ষিণ উপজেলার অলিরবাজার জোড়পুষ্কুরনী গ্রামে এ ঘটনা ঘটে।

শরিফ হোসেন ওই গ্রামের কামাল হোসেনের ছেলে।

শরিফের স্বজনরা জানান, সকালে ঝড় বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে পুকুর পাড়ে আম কুড়াতে যান শরিফ। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।  

সদর দক্ষিণ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।