কুমিল্লায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শরিফ হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বেলা পৌনে ১১টার দিকে সদর দক্ষিণ উপজেলার অলিরবাজার জোড়পুষ্কুরনী গ্রামে এ ঘটনা ঘটে।
শরিফের স্বজনরা জানান, সকালে ঝড় বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে পুকুর পাড়ে আম কুড়াতে যান শরিফ। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সদর দক্ষিণ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরএ