জামালপুরের মেলান্দহ উপজেলায় মাদারদহ নদীতে গোসল করতে নেমে আজীম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টার দিকে উপজেলার হরিপুর পাথালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজীম হরিপুর পাথালিয়া এলাকার সাদা মণ্ডলের ছেলে। জীবিত উদ্ধার দুই শিশু হলো- কাওসার মিয়া ও সিদ্দিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তিন শিশু মাদারদহ নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর একজন শিশু চিৎকার করে সাহায্যের জন্য ডাকতে থাকে। স্থানীয়রা ছুটে এসে দ্রুত কাওসার ও সিদ্দিককে পানি থেকে উদ্ধার করলেও আজীম নিখোঁজ হয়ে যায়। নদীতে নেমে খোঁজাখুঁজির আড়াই ঘণ্টা পর আজীমের মরদেহ উদ্ধার করা হয়।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারহানা আক্তার জানান, আজীমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরএস