ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

হত্যা মামলা: নড়াইলে নারীসহ ৩ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, মে ১৪, ২০২৫
হত্যা মামলা: নড়াইলে নারীসহ ৩ জনের যাবজ্জীবন নড়াইলে হত্যা মামলায় নারীসহ ৩ জনের যাবজ্জীবন

নড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীকে হত্যার ঘটনায় এক নারীসহ তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এলিনা আক্তার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— জেলার লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামের সাম খন্দকারের ছেলে জাফর খন্দকার, আলেক মোল্যার ছেলে আকরাম মোল্যা ও তার ভাই বাহারউদ্দীনের স্ত্রী লাইচ বেগম ওরফে লাইসন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৪ এপ্রিল জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আসামিরা পরিকল্পিতভাবে প্রতিবেশী মুসা খন্দকারকে কুপিয়ে হত্যা করেন। নিহত মুসা ছিলেন মৃত রাজ্জাক খন্দকারের ছেলে। ঘটনার পরদিন নিহতের বড় ভাই মো. বিল্লাল খন্দকার লোহাগড়া থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু। তিনি জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্যে মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বুধবার আদালত এ রায় দেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।