ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বকশীগঞ্জে পাটক্ষেতে মিলল নারীর পোড়া মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, মে ১৬, ২০২৫
বকশীগঞ্জে পাটক্ষেতে মিলল নারীর পোড়া মরদেহ পাটক্ষেতে মিলল নারীর পোড়া মরদেহ

জামালপুরের বকশীগঞ্জে পাটক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ।  

শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দেরপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আনুমানিক ৩৫ বছর বয়সের ওই নারীর মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়িয়ে বিকৃত অবস্থায় ছিল।  

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন কৃষক ওই পাটক্ষেতের আশপাশে কাজ করতে গেলে পোড়া কিছু একটা থেকে আসা দুর্গন্ধ টের পান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পাটক্ষেতে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, মুখমণ্ডল আগুনে পুড়িয়ে দেওয়ার কারণে মরদেহটি শনাক্তে বেগ পেতে হচ্ছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। শনাক্ত ও তদন্তের কাজ এগিয়ে চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।