ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মেঘনায় যৌথ অভিযান: ২২ লাখ মিটার অবৈধ জালসহ আটক ২৭

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৮, অক্টোবর ১৩, ২০২৫
মেঘনায় যৌথ অভিযান: ২২ লাখ মিটার অবৈধ জালসহ আটক ২৭

বরিশালের হিজলায় যৌথ অভিযান চালিয়ে ২২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি ইলিশ শিকারে নিষেধাজ্ঞা অমান্য করায় ২৭ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) হিজলার শান্তির বাজার, চর বাউসিয়া, বোম্বে শহর সংলগ্ন মেঘনা নদী ও খালে বাংলাদেশ সেনাবাহিনী, কোস্ট গার্ড ও নৌ পুলিশ সদস্যদের সহযোগীতায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, মেঘনা নদীতে নৌ পুলিশ ও কোস্টগার্ড অভিযান চালালে অসাধু জেলেরা শান্তির বাজার, চর বাউসিয়া, বোম্বে শহর সংলগ্ন খালগুলোতে অবস্থান নেয়। তখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ২৭ জনকে আটক করা হয়। পাশাপাশি ২২ লাখ অবৈধ কারেন্ট জাল ও ১২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।  

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম।
 
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।