ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

সারাদেশ

‘হজযাত্রীর বেশে’ দেশ ছাড়ার সময় আ. লীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, মে ১৬, ২০২৫
‘হজযাত্রীর বেশে’ দেশ ছাড়ার সময় আ. লীগ নেতা গ্রেপ্তার

শরীয়তপুর: সম্প্রতি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার।  

কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়েছেন আব্দুল আউয়াল সরদার নামে এক আওয়ামী লীগ নেতা।

আব্দুল আউয়াল সরদার শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র। তিনি সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়ছিলেন বলে জানা গেছে। তার পরনে ছিল ইহরাম (ইহরাম-হজের সময় পুরুষদের যে পোশাক পরতে হয়)।  

বৃহস্পতিবার (১৫ মে) রাতে ঢাকার আন্তর্জাতিক হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতন হলে তিনি গা ঢাকা দেন। এরপর বৃহস্পতিবার রাতে দেশ ছেড়ে সৌদি আরবে হজে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (১৬ মে) গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন বলেন, গোসাইরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদারের নামে কোনো মামলা রয়েছে কি না, খোঁজ নিয়ে দেখছি।

গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম বলেন, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর দুপুর ১২টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তৎকালীন এপিএস মিয়া নুরুদ্দিন অপু তার গ্রামের বাড়ি গোসাইরহাট উপজেলার কোদালপুর থেকে একটি মিছিল নিয়ে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে পট্টি এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই মিছিলে হামলা করেন।  

এতে অপু গুরুতর আহত হলে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেওয়া হয়। এছাড়া বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন ওই হামলায়। এ ঘটনায় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর বিএনপির এক নেতা হামলাকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে গোসাইরহাট থানায় মামলা করেন। সেই মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল আউয়াল সরদার দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে গোসাইরহাট থানায় আনা হচ্ছে।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।