বরগুনা পৌর শহরের জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেনের মালিকানাধীন ভবন থেকে সাহিদা আক্তার রোজি (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের দাবি, তাকে হত্যা করে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে রাখা হয়েছিল।
বুধবার (২১ মে) দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ওই ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রোজি বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের নলী মাইঠা গ্রামের মোস্তফা খানের স্ত্রী। তিনি গত আট মাস ধরে শহরের ওই বাসায় ভাড়া থাকতেন।
রোজির স্বজনরা জানান, গত তিনদিন ধরে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে তার ভাড়া বাসার দরজায় তালা দেখতে পেয়ে সন্দেহ হলে ছেলে ও পুত্রবধূ দারোয়ানের সহায়তায় তালা ভেঙে ঘরে ঢোকেন। বাথরুমে তারা রোজির মরদেহ দেখতে পান।
নিহতের স্বামী মোস্তফা খান বলেন, রোজি কিছুদিন আগে বাবার বাড়ির জমি বিক্রি করে টাকা এনেছিলেন এবং ওই অর্থ দিয়ে ব্যবসা করতেন। তার কাছে মোবাইল, স্বর্ণালংকার ছিল, যা ঘরে পাওয়া যায়নি। ধারণা করছি, তাকে হত্যা করে এসব লুট করা হয়েছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত হতে পারে সে বিষয়ে পরিবারের কোনো স্পষ্ট ধারণা নেই।
বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জহুরুল ইসলাম হাওলাদার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসআরএস