ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

বগুড়ায় আ.লীগ নেতা ছোটন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২০, মে ২৩, ২০২৫
বগুড়ায় আ.লীগ নেতা ছোটন গ্রেপ্তার গ্রেপ্তার সাবেরী আলম ছোটন

বগুড়া: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার পলাতক আসামি ও বগুড়ার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সাবেরী আলম ছোটনকে (৪২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহরের নুরানী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ছোটন সোনাতলার দীঘিরপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত রফিকুল ইসলাম বুটু মণ্ডলের ছেলে। তিনি শেরপুর-সোনাতলা আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নানের আপন ফুপাতো ভাই।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সাবেরী আলম ছোটনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনটি মামলাসহ মোট ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ