ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৪, সেপ্টেম্বর ৮, ২০২৫
গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর: বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর মহানগরের কলম্বিয়া এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে আলিফ ক্যাজুয়াল লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

শ্রমিকরা জানিয়েছেন, কারখানার দুই মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। বারবার দাবির পরও কোনো সাড়া না পেয়ে তারা আন্দোলনে নামেন। সকালে কারখানার সামনে অবস্থান নিয়ে একপর্যায়ে রাস্তায় নেমে পড়েন তারা।

খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে শ্রমিকরা বিক্ষোভ চালিয়ে যান। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিক্ষোভ ও অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। আশপাশের সড়কেও প্রভাব পড়ে।

গাজীপুর শিল্প পুলিশের বাসন জোনের পরিদর্শক ফারুকুল আলম বাংলানিউজকে বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ