ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রংপুর থেকে গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৪, সেপ্টেম্বর ৮, ২০২৫
নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রংপুর থেকে গ্রেপ্তার শাহিদ মাহমুদ

নীলফামারী: নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদ মাহমুদকে (৫৫) গ্রেপ্তার করেছে রংপুর মহানগর পুলিশ।  

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৮ সেপ্টেম্বর) রাতে নগরের ধাপ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহিদ মাহমুদ নীলফামারী সদর উপজেলার খয়রাত হোসেন সড়ক থানাপাড়া এলাকার বাসিন্দা।  

তিনি নীলফামারী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নীলফামারী থানায় মামলা রয়েছে।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন শাহিদ। তাকে নীলফামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।  

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ