ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

সারাদেশ

‘ক্ষমতার চেয়ার এমন আঠালো যে বসলে আর ছাড়তে ইচ্ছা করে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৯, মে ২৮, ২০২৫
‘ক্ষমতার চেয়ার এমন আঠালো যে বসলে আর ছাড়তে ইচ্ছা করে না’

দিনাজপুর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘ক্ষমতার চেয়ার এমন আঠালো চেয়ার, যেখানে বসলে আর কারো ছাড়তে ইচ্ছা করে না। ’

মঙ্গলবার (২৭ মে) ঘোড়াঘাট উপজেলা হলরুমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচন মুখী ও সার্বিক প্রস্তুতি নেওয়ার লক্ষ্যে আয়োজিত উপজেলা ও পৌর বিএনপির কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘এখন যদি দ্রুত নির্বাচন দিতেন, দেশে যে আইনশৃঙ্খলার অবনতি দেখি, বিশৃঙ্খলা দেখি, সিদ্ধান্তহীনতা দেখি, তখন জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা থাকলে প্রত্যেকটা উপজেলায় সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ ও দ্রুত হতো। মানুষ আশ্বস্ত হতো। কাজেই কোনো অবস্থাতেই নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না। নির্বাচন প্রলম্বিত করার মধ্যে অন্য ষড়যন্ত্র থাকতে পারে। কিন্তু জনগণের অধিকার ফেরত দেওয়া ও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, সেজন্য সুন্দর আগামীর বাংলাদেশ নির্মাণ করতে যারা শহীদ হয়েছেন, তাদের হত্যাকারীদের বিচার দ্রুত করা, যারা পঙ্গু হয়েছেন, তাদের পুর্নবাসন করা, যারা বিভিন্নভাবে নিগৃহীত হয়েছেন, তাদের প্রতিকার করা ও তাদের সহযোগিতা করা জরুরি। এসব কাজ করতে হলে একটি নির্বাচিত সরকার দরকার। ’

এসময় তিনি আরও বলেন, ‘নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করার জন্য প্রয়োজন মানসিকতা, দক্ষতা ও দূরদর্শিতা। সেই সঙ্গে মানুষের অধিকার ফেরত দেওয়ার জন্য দরকার দ্রত জাতীয় নির্বাচন দেওয়া। ’

উপজেলা বিএনপির সভাপতি শামিম হোসেন সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুর সাত্তার মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুর রহমার চৌধুরী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তারসহ অনেকে উপস্থিত ছিলেন।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।