ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল ২ কলেজছাত্রের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, জুন ২৫, ২০২৫
পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল ২ কলেজছাত্রের

ফরিদপুর: ফরিদপুরের পদ্মা নদীতে গোসলে নেমে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে।  

বুধবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার পদ্মায় তাদের মৃত্যু হয়।

মৃত দুই কলেজছাত্র হলেন, তামিম (২১) ও আব্দুল্লাহ আল মামুন ওরফে মারুফ (২১)। তারা ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র।

তামিমের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ও আব্দুল্লাহ আল মামুন গাজীপুরের টঙ্গী উপজেলার মো. শামিম শেখের ছেলে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পদ্মা নদী থেকে দুই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশকে খবর দেওয়া হয়েছে।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ