ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

সারাদেশ

বরগুনায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, জুলাই ১, ২০২৫
বরগুনায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বরগুনার মানচিত্র

বরগুনার পাতাকাটা গ্রামে পানিতে ডুবে প্রতিবেশী দুই শিশুর মৃত্যু হয়েছে।  সোমবার (১ জুলাই) দুপুরে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পাতাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুরা হলো- পাতাকাটা গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে জুনায়েদ (৫) ও রাসেল হোসেনের ছেলে ইয়াসিন (৮)।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল জুনায়েদ ও ইয়াসিন। একপর্যায়ে হঠাৎ জুনায়েদ পা পিছলে পুকুরে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, বন্ধু ইয়াসিন তাকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়ে পানিতে। কিন্তু দুর্ভাগ্যবশত কেউই আর উঠতে পারেনি।

দীর্ঘ সময় তাদের দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে শিশু দুটিকে উদ্ধার করা হয় এবং দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাজকিয়া সিদ্দিকাহ জানান, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত্যু নিশ্চিত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।