ঢাকার সাভারে মডেল মসজিদের পেছনের একটি স্থান থেকে অজ্ঞাত (৬৫) নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় রশি পেঁচানো ছিল।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন মডেল মসজিদের পেছনের একটি স্থান থকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই স্থান থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনই বলা যাচ্ছে না। তবে গলায় রশি পেঁচানো ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।
স্থানীয়রা জানান, ওই বৃদ্ধা সাভার বাসস্ট্যান্ড ও ফুটওভার ব্রিজ এলাকায় ভিক্ষা করতেন। তবে ভিক্ষুক বৃদ্ধার মৃত্যু স্বাভাবিক মনে করছেন না তারা। এটা হত্যা কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বাংলানিউজকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
জেএইচ