পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের বিরাহিমপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে ১৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) রাতের নতুন ও পুরাতন কবর খুঁড়ে দুর্বৃত্তরা এসব কঙ্কাল চুরি করেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
শুক্রবার সকালে স্থানীয়রা কবরগুলো খোঁড়া অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি আমিনপুর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
স্থানীয়রা জানান, কবরস্থানে পুরোনো বেশ কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখা গেছে। অনেক কবর থেকে হাড়গোড় ও কঙ্কালের অংশ পাওয়া যাচ্ছে না। ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গ্রামবাসী ও স্বজনেরা ছুটে আসেন কবরস্থানে। এ ঘটনা দেখে স্বজন হারানো মানুষগুলো হতভম্ব হয়ে পড়েন।
এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা রাতে কবরস্থান থেকে কঙ্কাল চুরি করেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় স্থানীয়রা এলাকার নিরাপত্তাসহ কবরস্থানে নজরদারি বাড়ানো এবং দ্রুত কঙ্কাল চুরির চক্রের সদস্যদের ধরে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এমইউএম