ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

সারাদেশ

রাষ্ট্র সংস্কার করতে গেলে নির্বাচন দিতে হবে: নার্গিস বেগম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৮, জুলাই ৪, ২০২৫
রাষ্ট্র সংস্কার করতে গেলে নির্বাচন দিতে হবে: নার্গিস বেগম

যশোর: বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কেবল একটি নির্বাচিত সরকার করতে পারে। অনির্বাচিত সরকারের সেই শক্তি নেই।

সুতরাং রাষ্ট্র সংস্কার করতে গেলে অবশ্যই নির্বাচন দিতে হবে।

শুক্রবার (৪ জুলাই) যশোর নগর মহিলা দলের চার এবং আট নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পৃথক দুটি সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করে দেশকে তাদের বিদেশি প্রভুদের কব্জায় তুলে দিতে চেয়েছিল। আজ সেই ফ্যাসিস্ট ও তাদের দোসররা মায়া কান্না করছে।

তিনি বলেন, অনেক রক্তস্নাত পথ পাড়ি দিয়ে আজ আমরা এ জায়গায় এসেছি। কোনোভাবেই আওয়ামী লীগের প্রতি দুর্বলতা দেখানোর সুযোগ নেই। এ পরাজিত অপশক্তিকে যে কোনো মূল্যে সর্বশক্তি দিয়ে নিশ্চিহ্ন করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুই মাথা এক জায়গায় হতে দেওয়া যাবে না। পরাজিত দেশবিরোধী অপশক্তিরা গর্তের মধ্যে লুকিয়ে থেকে বের হওয়ার চেষ্টা করছে। এ থেকে সবাইকে সজাগ থাকতে হবে।

নার্গিস বেগম আরও বলেন, যে রাষ্ট্র ব্যবস্থায় নারীরা নিরাপদ থাকবে, বিএনপি সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়। দেশকে সব নাগরিকের জন্য বসবাসের উপযুক্ত করতে চায়। যার জন্য দরকার একটি গণতান্ত্রিক সরকার। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়।

পৃথক দুটি সমাবেশে প্রধান বক্তা বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ, মাদক ও সন্ত্রাস মুক্ত দেশ এবং সমাজ গড়ার জন্য লড়াই সংগ্রাম করেছি।

তিনি বলেন, আমাদের যদি স্বপ্ন কিংবা আকাঙ্ক্ষা পূরণ করতে হয়, তাহলে ভোটের অধিকার আদায় করতে হবে। কারণ নতুন বাংলাদেশ দেখতে হলে, নতুন সুর্যোদয় দেখতে হবে। আর নতুন সুর্যোদয় দেখতে হলে, আমাদের ভোটের অধিকার আদায় করে নিতে হবে।

পৃথক দুটি সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন বিএনপির যশোর জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম এবং বিএনপি নেতা আলী হোসেন মদনসহ অনেকে।  

চার নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে পালবাড়ি মোড়ের সমাবেশে ডাক্তার নাবিলা রহমান এবং আট নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে বেজাপড়া আজিমাবাদ কলোনিতে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন হাসু বেগম।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।