ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

সারাদেশ

নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, জুলাই ৫, ২০২৫
নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ১৫ সংঘর্ষে নিহত ছাত্রদল নেতা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সোহরাব মিয়া (২৮) নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন

শনিবার (৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজারে এ ঘটনা ঘটে।

 

নিহত সোহরাব একই ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের মৃত চান মিয়ার ছেলে। তিনি চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহ-সম্পাদক ছিলেন।  

আহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কাঁঠালকান্দি গ্রামের উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে ওই বিরোধের জেরে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুরের দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে মোল্লা গোষ্ঠীর সমর্থক সোহরাব গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন।  

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এসপি) তপন সরকার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে শনিবার সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।