পাবনা: বসুন্ধরা শুভসংঘের পাবনার ভাঙ্গুড়া উপজেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থীর মধ্যে নারিকেল গাছ, তাল গাছ ও নিম গাছসহ বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।
এসময় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়।
বসুন্ধরা শুভসংঘের ভাঙ্গুড়া উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি মাসুদ রানা, সাধারণ সম্পাদক শাকিব খান, সহ-সভাপতি খলিলুর রহমান বাচ্চু ও ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান এসব গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এসময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মমতাজ উদ্দিন, কৃষি শিক্ষক হাফিজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মমতাজ উদ্দিন বলেন, এলাকার সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে বসুন্ধরা শুভসংঘ মানুষের মধ্যে ভালো পরিচিতি পেয়েছে। তাদের সাধুবাদ জানাই। বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই গাছের চারা বিতরণ সময়োপযোগী এবং ভালো একটি উদ্যোগ।
বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক শাকিব খান বলেন, উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন চলনবিল অধ্যুষিত বন্যাপ্রবণ এলাকা। কিছুদিন পরই এ এলাকা প্লাবিত হবে। তাই এর আগেই গাছ লাগানো প্রয়োজন। সেই চিন্তা থেকেই গাছের চারা বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থীদের গাছের চারা রোপণের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে বোঝানো হয়।
এসআই