রাজবাড়ী: বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গ্রামবাসীর মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর শান্তিনিবাসে বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. নিম হাকিমের সহযোগিতায় এ চারা বিতরণী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আশরাফ হোসেন খান।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. নিম হাকিম।
উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা ও রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, বাবুপুর কছিমউদ্দিন বিদ্যাপীঠের সাবেক প্রধান শিক্ষক সেলিনা খাতুন, দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি রাজবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. সামসুল আলম, বরাট-ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা প্রামাণিক, রাজবাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অমিতা রানী সাহা, সাধারণ সম্পাদক ও ফরিদপুর রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মণ্ডল, নারী বিষয়ক সম্পাদক গুলশানআরা মিতা, কার্যকরী সদস্য সাহিনা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজল আহম্মেদ, ইউনিয়ন বিএনপির সভাপতি ইসলাম উদ্দিন মণ্ডল, স্থানীয় খাজা মাইনুদ্দিন চিশতী (র.) মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সার্জেন্ট (অব.) আবু তাহের মোল্লাসহ অনেকে।
পরে গ্রামের তিন শতাধিক জনতার মধ্যে আম, জাম, পেয়ারা, লেবু, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।
বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. নিম হাকিম বলেন, বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। যার অংশ হিসেবে তারা এ গ্রামের বাসিন্দাদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করেছে। তিনি এ ধরনের কাজ অব্যাহত রাখার জন্য বসুন্ধরা শুভসংঘের সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আশরাফ হোসেন খান বলেন, বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখা নিয়মিতভাবে জনসচেতনা ও জনকল্যাণমূলক কাজ করে আসছে। যার অংশ হিসেবে এ চারা বিতরণ করা হয়েছে।
বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফরিদপুর রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মণ্ডল বলেন, বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখা শুধু রাজবাড়ী সদর উপজেলাতেই নয়, জেলার প্রায় সবগুলো উপজেলাতেই নানা রকম কাজ করছে।
এসআই