ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

সারাদেশ

ফেনীতে বন্যার্তদের পাশে বিজিবি 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৩, জুলাই ১০, ২০২৫
ফেনীতে বন্যার্তদের পাশে বিজিবি  বন্যার্তদের পাশে বিজিবি

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে ডিম ভুনাসহ সবজি, ডাল, খিচুড়ি ও পানি বিতরণ করা হয়েছে।  

বুধবার (৯ জুলাই) জেলার পরশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়নের ধনীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আশ্রিত ২০০ মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির, পিজিবিএম’র উপস্থিতিতে এসময় আরও উপস্থিত ছিলেন- ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।

এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।